আলো মেখেছি নদীর গৃহস্থ সন্ধ্যায়,
গাছের কান্ডে জড়িয়ে সবুজ বসন্ত
নাটকীয়ভাবে আমার খারাপটুকু
ভাসিয়ে দিয়েছি চৈতন্যদেবের মতো,
কোন এক জলাশয়ের মোহনা উদ্দেশ্যে।


নাগরিক দিন পিছনে ফেলে হাইওয়েতে
পাশে থাকার বার্তা নিয়ে পরিবারচোখ
পাশ ফিরে শুয়েছে বিছানায় বা এলোচুলে।


ভরসা শেষ হলে মায়াবী আলো গ্রাস করে
সে আলোকে সুধা বা গরল
যাই বলো না কেন,
সে আলো অন্ধকারকে ভেদ করে
শরশয্যার ওপারে।