বয়স হয়েছে ষাট উর্দ্ধ, জীবন প্রমাণ লাগে
নভেম্বরের ব্যাংক যাতনা, ভয় মনেতে জাগে।


অনেক হেঁটেছি হাতধরাধরি, হাঁটায় কষ্ট আজ
মনের মধ্যে ভীষণরকম, একাকিেত্বর সাজ।


সবুজ ক্রমেই বাদামী হয়, বাদামীও সাদা
এখন কেবল বলি—‘বসতে দেবেন দাদা!’


প্রতি নভেম্বর আধার আঙুল কষ্টে মেলে ছাপ
সরকারি সব কাজ করেছি, এটাই বড় পাপ।


পেনশনেতে এতো কষ্ট, আর ক’দিন বাঁচি
বুড়ো বয়সে এভাবেতেই আমরা তো আছি...


সমাধান চাই, ব্যাংক-আধার, দূরত্বও জটিল
বৃদ্ধ বলে তুলে দিও না অমানবিক পাঁচিল।