সাত দফা তোমাকে ভালোবাসার পরে বুঝেছি
তুমি তো ঐশ্বরিক, প্রাচীন, আস্থা-অনিচ্ছার অধিক
প্রাচীন এক হাসি।
এসো শূন্য গহ্বরের কবরে প্রেমপত্রের হবিষ্যি করি
নষ্ট কবিতার জঠরে লুকিয়ে থাকা আবক্ষে
নারী পুরুষের উর্দ্ধে জমছে ভালোবাসার ঠোঁট।
সেই ঠোঁটেই কবিতার আসল বাস।


না বোঝা মানুষেরা পাখি হলে বুঝবে কতটা দামী কবিতা।


এখন অবশ্য কবিতা লেখা তাগিদ নেই গ্রহের
উষ্ণায়নের দফা আসন রপ্ত করতেই ব্যস্ত সামাজিকতা।


শাসন ও শাসক নয়, এসো মানুষের কান্নাকে পায়াসান্ন করি
অমৃত রোপণে...