জন্মান্তরের আশীষগুচ্ছ সাজিয়েছি গরুর গাড়িতে অথবা মাটির হারির ইচ্ছায়
তুমি হেঁটে গেছ আকাশ, বাতাস, ঐশ্বর্যা জঙ্গলমহলে।
তীব্র ফুলের গন্ধ, অজস্র গাছ, মুরগির ডাক
গোবর গন্ধের মাঝে করুণ চোখ
খেলা করা শিশুর আহ্লাদ
দিয়েছে তীব্র শীতে
অনন্যা উষ্ণ জলপ্রপাত।


পাহাড়ি পাথর পথে
উচ্চারিত সরস্বতী বানানে
কোন মাধ্যমিক নয়
লেগে আছে অদম্য বেঁচে থাকা।


এসো জীবন,
আমরা গাছ বা অরণ্য নয়
নদী হয়ে উঠি
সমুদ্র স্বপ্নের মায়াকাননে।