জলাধারের এপারে পাখিদের কলরব
জন্মদিনের মতো স্বচ্ছ নয়।
সেদিন আকাশের রং কেমন যেন
গোলাপী সোনালী আভায় মায়াবী শৃঙ্গ,
ঠিকরে আসছে রোদ কাঞ্চনজঙ্ঘায়
আমিও ভালোবাসছি শিহরিত শরীর
মন, উত্তাল সমুদ্রের মতো আঁচল।
ব্যালকনিতে রোদের জ্যোৎস্নায়
নিজের এলো চুলে
খুঁজে পাই আদরসুখ। আরামবিকেল।


আজ আর পাঁচটা বিকেলের মতো,
লেগে আছে অমরত্ব,
আমার ঠোঁটে...


পরজন্মের রাধা আমার শরীরে
এ জন্মেই চরমসত্য।