আকাশ-নীলে ধূসর মিশেছে মনশহর।
তবু অঞ্জলিতে তুমি লেগে আছো।
ধূপ থেকে ধুনো পেরিয়ে আলতা দিন
আজও তোমার খোলা চুল, ভাসায়
অবলীলায়। অনাক্রম্যতাহীন প্রেমে
লুকিয়ে থাকে গোফ-দাড়ি আর গন্ধ


প্রেমের জন্য অধিবাস, সিঁদুর দান নয়
আয়না প্রয়োজন। আয়নার সামনে স্বচ্ছতা,
তুমি স্পর্শ করলেই বুঝবে, ভালোবাসা।


সেদিন তুমিও আবৃত্তির মানেটুকু বুঝবে
আমার মননে।