ধুলো বইয়ের সামনে স্বরলিপির খাতাও ছিল।
সাজানো তিস্তার কাশে তোমার জলদুঃখ।
সময় পায়নি তোমাকে দেখার। এতকাল।
কিং সাহেবের গাছের তলায় দুদন্ড দাঁড়াও
আসছি কুলফি কাব্য নিয়ে।
নাহ, পড়ন্ত সূর্যের তাপে আকাশগঙ্গা নয়
সাজিয়ে দেবো জুঁইফুলের মায়ায়।


ধুলো বেঞ্চি আর শুকনো পাতায় এতকাল দৈত্য বাস করেছে
শিশুটি না আসা পর্যন্ত আমি তুমি
অপেক্ষা করব এ জলপাই বাগানে।


সুখ নীড় তো মনের অর্পন...