মাছরাঙার দল যে ছন্দ খায় রোজ
তারাও জানে কবিতার বিষঘরে
লেগে আছে আলোর এক সূর্য।


সব সময় চাঁদকে টানবে না,
সে প্রেমের আশায়
অপেক্ষা করছে জ্বলন্ত আগ্নেয়গিরির।


আগ্নেয়গিরির গোলাপ নিয়ে
এক রাতে ফিরতেই হবে
কবিতার ঘরে।


বিষঘর না বিশঘর
একমাত্র বুঝিয়ে দেবে সময়সূর্য।