আশ্রয়কুচি জমিয়ে রাখি জ্যোৎস্না দিনে
আলোয় থাকতে চাইছে মৃত্যুজন্ম
আমাদের ভেসে যাওয়া নোংরা বন্যা জল
এভাবেই গাছের কোটরে পাখিজন্ম।
পাখির মতো মানুষ মানুষ খেলা রোজই
সুদ কমলেও মন্দিরের ঘ্রাণ স্পষ্ট,
পুজোর গন্ধে কাশফুল বীরেন্দ্রকৃষ্ণ জেগে
কেউ বোঝে না মধ্যবিত্তের কষ্ট।


এখন কেবল ভয়ের ভাতে
মেখে নিচ্ছি চিড়িয়াখানার বিনোদনি স্বাদ,
ধূসর মনখারাপ পেরিয়ে এলে
পুজোর দিনে প্রেমের রঙিন সে সংবাদ।


আলোচনায় নামে রাত অথবা দিন
পুঁজিপতিদের অর্থ বিপ্লবের কাজে লাগাও
ভালো দিনের জন্য জমিয়ে রাখা কাব্যে
এলইডিতে প্যান্ডেল হপিংটুকু জাগাও।