আমরা পেরিয়ে এসেছি ঘরবাড়ি
ছেড়েছি না পাওয়া স্মৃতিস্বপ্নপ্রবাস...
বুঝেছি বেমানান, এই পৃথিবীগ্রহ
তবু দেখেছি রাতের শেষের সূর্য
দেখেছি বানভাসিরাও একদিন হাসে
ঢাকের বাজনাতে বোল ওঠে,
ঘটপুজো হয় বেদি, দুর্গামন্দিরে...


ছেড়ে আসা আশার আলোয় বুঝেছি
কিছুই ছাড়তে পারিনি, দেহ-মন-আত্মা
সবই রয়ে যায়।
আমরা শুধু বিখ্যাত হওয়ার অভিলাষায়
এপিটাফ হয়ে যাই...অস্থির আধুনিকতায়...