পৃথিবীর অসুখ করেছে
ভালোবাসার জ্বর আমার মধ্যমায়
তুইও তুমি হয়ে উঠছিস আপনি বেশে
দূরত্ব তৈরি করতে চাইছিস বাঘবন্দী খেলায়।


ভালোবাসা পুরোনো হলে ঘর তৈরি হয়
সে ঘরে ঐশ্বরিক ঘোড়া
ক্লান্তি এনে দ্যায় নিজের মতো।


এ বয়সে কিছু ভালো রান্না
তোমার গলায় রবি ঠাকুর
সন্ধ্যার তুলসী মঞ্চের ধূপ গন্ধ
খুব মনে পড়ে...


তোমার ছবিটা মুছে মালা দিলাম, জুঁইয়ের।


ওষুধ খাওয়ার কথা মনে করাবে না আজ?