ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে বৃহৎকাল।
এখন কেবল ছায়াশব খেলা করে
আদি অনন্ত জাগরণে, সুতোতে বাঁধা মানসী...
পঞ্চবটীর সুরা গিলে খাচ্ছে মসজিদ-চিন্তা।
দাঙ্গার সে লেলিহান ঠোঁট
আক্রোশক্লান্ত রক্ত, রাঙিয়ে দিচ্ছে
অন্তর বাহির ভ্রূণ সবুজকে, নীরবে।


এসো কোলাহল, এসো শক্তিমানুষ
পূর্ণ করো অপূর্বঘ্রাণ।


এক দুই তিন করে সাজিয়ে রাখব
মোমবাতি ও ধূপের পাশে আতরগন্ধ।


সৃষ্টি হবে নতুন ধর্ম, মানবতা।