ভাঙা মন্দির আর দুর্বোধ্য কবিতা
প্রচন্ড ঝাল ফুচকার মতোই স্বপ্ন সত্য।
চুরমুর ছাড়া ম্যানেজ করা যায় না
এ ল্যাম্পপোস্টের ভেজা পিচ রাস্তায়।
বাড়িতে ফিরে চুপচাপ গোল্ডফিস দেখা
আর বউয়ের প্রশ্ন এড়িয়ে ইউরোকাপ।


লম্বা সুখটানের সাথে ইউটিউব অডিও স্টোরি
চালিয়ে রাত ঘুম, ঘুমের ওষুধকে হারিয়ে দিলো।


সকালে মর্নিং ওয়াক আর বাজার করতে করতে
মাথায় প্লট খেলে গেল।


ব্যস ঐ অবধি আরশোলার মধ্যবিত্ত জীবন
কথাসাহিত্যিক হতে গেলে ক্লাসিক পড়তে হয়
ইতিহাস বুঝতে হয় কিশোরের মতোই।
আমি তো শ্রোতা
সরষে ইলিশ রান্না গিন্নি করবে
আমি তো পেটুক টেস্টার মাত্র।