আয়ু বাগানের ইতিউতি দূরে
শিশুবিদ্ধ মন যীশুকে খুঁজেছিল অঙ্গারখানায়।
শিশুমনের অর্জিত সবটুকু রাখেনি কথা
লুটিয়েছে অন্তরীক্ষের বন্ধুত্বে,
ভাবনাহীন সংসার, ব্যর্থতা আর উঠে দাঁড়িয়ে
তুমিও অছিলায় বোঝাতে চেয়েছো
মৃত্যুর কোন অবসর নেই।
অবসর নেই ভাষাশ্রমিকের গভীর চুমুতে...


কেবল আবাহন আছে, বিসর্জনের তাগিদে
সুখক্রেতা ক্রমশ হ্রাস পাচ্ছে পৃথিবী বুকে


সুখ জ্যোৎস্নার শুক্লপক্ষ আজও চাঁদের অজানা...