টিভি বন্ধ করে বসেছিলাম অন্তরীক্ষে।
তোমার চোখ, হাসি ঠোঁট—জেগে উঠলো।
মেঘের ইশারায় খুঁজে পেলাম মেহফিলনামা
খোয়াবঘরের অন্তরে বাঁ পাশের বুকে আগ্নেয়গিরি
সুপ্ত সে কৃপা স্নিগ্ধতা জাগলো, জাগলো আশ্রয়


আশ্রয়ে ঝড় উঠলেই বোঝা যায়
আজও তোমায় কতটা ভালোবাসি।


টিভির গানটি মনে হয় তোমার জন্যই—
‘বহে নিরন্তর...’