সান্টার মতো বাবা চলে গ্যাছে কুড়ি বছর।
আমিও এখন চাই না কিছুই। জানি কেউ নেই।
কেউ থাকেও না।
বাবা মায়ের মতো না চাইতেই ভালোবাসা
কেউ দেবে না। দেয়ও না।


এখন আর খেয়াল নেই কিছুতেই
কেবল মৃত্যু সুর শুনি।


মরার ঘ্রাণে বাবা-মা লেগে আছে।
তোমরা ভাবো পালাচ্ছি।
আসলে ভালোবাসার ধ্বনি শুনতে চাইছি।


ওপারে সান্টা সেজে আসবে-- বাবা!