বাবাইদা নিজেও জানে মৃত্যুর কার্নিশে
বেশিদিন সিগন্যাল থাকে না।
কান্নারা ঠেলে দেয় আত্মহত্যার চর্চায়
শরীর বড্ড নাছোড়বান্দা ডিপ্রেশনে।


না জন্মালেই ভালো হতো, এমন ভাব।
মৃত্যুপুরীর ঘ্রাণ,
সব্জী বেচা ভবিষ্যৎ
আর পরিণীতার ছেড়ে চলে যাওয়া।


বাবাইদা কিছু না জানলেও পালাতে জানে।
আত্মহত্যা বড্ড সত্যি।


আমি তাই পরিণীতা নয়, মা দুর্গা হবো...