ব্যালকনির আলোগুলো নিভে গেলে
একরাশ ভুল পূর্ণিমা নামে--
অমাবস্যায়।


কালো মেয়ে হেঁটে চলে যায়,
কত কথা ওঠে,
মেয়েটিও শুনে এক দুবার কাঁদে।
তারপর
আর কান্না পায় না।


সে জানে সে কালী।
সে কালী বলেই
অন্ধকার শেষে আলো জন্মায় শুভাশিষে।


এক সুচেতনা জেগে ওঠে
অন্ধকারে।


বৃষ্টি নামে নিয়ন শহরের আলোসন্ধ্যায়।