আদিম পিরামিডের অন্তরে ঘুমিয়ে আজকের রাজনীতি
রাজা-রানী জানে আস্ফালন, তুমি গৃহবধূর পরিমিতি।


ছন্দের ডাহুক পথে
অন্ত্যমিল খুঁজে চলো রোজ—এ পথেই অসামঞ্জস্য
কবিতা নিজেই রাজা, কলম ভৃত্যেরা পোষ্যহীন,
বর্ষানামা।
স্বাধীনতা দিবসের বাম্পার সেলে—
যে রোবোট কিনে এনেছো অক্সিজেনহীন দুনিয়ায়
তাকে সবুজ অরণ্যের গল্প শুনিও, ওলন্দাজ।


শরীরে গোলাপ গন্ধের আবেদন থাকলেও চোখ ককর্টক্রান্তি
আধুনিকতার ডবল ডিসঅর্ডারে কবিখেঁকোর জন্ম হয়
তা সেলে তুমি যতই পোশাক, কসমেটিক্স কেনো না কেন


আসলে মানুষ বড্ড প্রিয় এক পোষ্য, ঈশ্বরের...