চোখের কার্পেটের ঘাসে শিশির
বারণ ঠোঁটের কাব্যে উষ্ণতা আয়ু
দীর্ঘ ছায়া মাখা আদুরে গন্ধ ঘুম
সন্ধ্যা মুড়ি চানাচুরে ফিরে আসে
স্মৃতি জুড়ে।
ভালোবাসা নখ, সূর্য নদী
মোহনায় কথা বলে রূপো চাষে।


ডলফিন কান্না তোমায় চায় বিষণ্ণপুরে।
এসো আমরা ঘুমাই বালিশ সুখে
এখন শীত লেগে আগ জন্মে
এখন বারণ অবাধ্যতা
বেশি করে চাই
তোমার চোখ ইশারায়...