মৃতদেহ আপত্তি করেনি জীবনের
কবিতার শেষ গাছ ভেসেছে বেহুলা ভেলায়
এখনও চাঁদ ক্ষত মেখে নেয় ঘুমে
শব্দহীন মুখোশ পেরিয়ে যায়নি এ খেলায়।
এখন সমুদ্র মিশে যায় কান্নায়
ইলিশের কাটা চিংড়ি পেরিয়ে পাঠার ঝোল
ধর্ষিত নারী দেখলেই রাজনীতিক জিভ
ভোটের মায়ায় বলে ওঠে চেঁচিয়ে 'হাল্লা বোল'


আবৃত্তিজলে মায়ারা মিশে থাকে পুত্র
তুমি এখন লব কুশের মতো প্রশ্নকর্তা,
মহাপুরাণের এপারে দাঁড়িয়ে চোখমেঘ
অনুষ্ঠান শেষ হলে পাবে মৃত্যু বার্তা।