সারাদিন কাজপাগল ফুলটা জ্যোৎস্না চায়।
প্রজাপতি হওয়ার লক্ষ্যে আমিও আজীবন
কামড় বসাই শিশির চুমুকে, আলগোছে...
ট্রামলাইনের রক্তশিরায় যে নাবিক গত
তার ট্রাঙ্কের মধ্যেই বেদব্রত লুকিয়েছে মন।
ও জানে মন তো সকলের প্রিয়, অভিমানী—
এক শিরা উপত্যকার স্পন্দনরত বিনিময়।


চায়ের কাপে সকালের সংসার জাগছে
মিছিল নামছে সংবাদপত্রের টিভি পর্দায়
অফিস যেতেই হবে পূর্ণ বৃত্তে, ব্যথা চোখ—
জানে কেবল, কবিতা আত্মার অনুরোধ


সকলে প্রকাশিত বইয়ের নায়ক, নিজ ক্ষেত্রে
আমি রাজা আমার বেদ-এ। আমার ব্রত-তে...