বৃষ্টির উপত্যকায় উৎসব জন্মালে
তোমার সবুজ বুকে চোখ বুজে শুই।
জন্ম নেয় জাতিশ্বর।
বহু জন্ম আগে
তোমার ঠোঁটের হিমালয়ে
আমিও সুখ খুঁজেছিলাম
দাক্ষিণাত্যের উচ্চতায়।
আদিম সমুদ্রস্রোত
বায়ু ঢেউয়ের সারমর্মে
খুঁজে পেয়েছিলাম
যন্ত্রহীন ভালোবাসা।


ভালোবাসার রূপক বলে কিছু হয় না
জন্ম নেওয়া অনুচ্ছেদে
আবেশ থেকে যায় জন্মান্তরের।


তুমি হেসে ওঠো আকাশে।
দূর বাড়ির ফ্ল্যাটে
তখন সুখহীন ক্রুদ্ধ রাগ
উপরে ওঠার রেষারেষি।


আমার বারান্দায় কেবলই ভালোবাসা
আদি অনন্তকাল।