তিস্তার জলে ভাসানো পান্ডুলিপি,
কুয়াশা হয়েছে পদ্মায়—
তুমিও লাল আলতা পায়ে এসে দাঁড়িয়েছো সে ঘাটে।
তুমি বেহুলা নয়, আমার স্ত্রী।
এই বিষ বাতাসে
পান্ডুলিপির গভীরে আত্মাও কী ভেসেছে!


তাহলে দাঁড়িয়ে থাকা নির্বাক চোখে আমি
কবি, না অলংকার।