জোনাকি সকাল জানে সুর কত দূর
ফিরছে ছুঁয়ে কবিতা মধুর
রূপকথায় আকাঙ্ক্ষিত পথ
ঠোঁটের আলে জাগে স্বপ্ন-শপথ।
কপালের ভাজ পথে অলিগলি প্রেম
জিন্সের গন্ধে ডমিনেটিং লুডোসাপ গেম।
তবু ফিরে আসো, ভালোবাসো
একবার
ফিরে তাকাও, নিজেকে বিল্লাল ভেবে নাও
আদুরে শহরে উষ্ণতা মনেই থাকে
মন কেবল মনে আমাকেই পাক...
রবীন্দ্রনাথের সাথেই ফিরছি আকাডেমি থেকে
শেষ সিনে আমি যাবো মটরশুটির আকর্ষ রেখে
সূর্যমুখীর ঘ্রাণে তুমিও অলস অরণ্যে মিশো
বিল্লাল চাইছি আজ আদুরে কিস্সো...
দেবে না, আসবে না, বাসবে না ভালো
কবিতার দিনে গন্ডার রাগকে একটু আলতো করো
ভেবে দ্যাখো, বুঝে দ্যাখো
ইতিহাসে প্রাচীন প্রেমে শুধু আমি-তুমি
একবার ভালোবেসে বলো—
‘একটুও ভালোবাসোনি তুমি’