বিষণ্ণ ঘুম লেগে যায় আদিরসে
মুক্তছন্দে জেগে ওঠে শব
এখন সমাজে ভেসে থাকা স্মৃতি
ধূপের গন্ধ লাগে না কানে, প্রত্যহ।


স্ট্যাটাস জমে থাকে না নদীদেশে
মরার পরে প্রিয় হয়ে ওঠে বডি
তারপর ধূসর পাখির ডানা
ঘাসের কুয়াশায় শিশির কণা মাত্র।


চোখে জল নেই, ফ্রেমে কেবল হাসি লেগে
ডিপিতে আজ স্মৃতি নয়, অভিমানটুকু জেগে।