ঘরেতে ছায়া আসে, রোজ।
সে আলো-কালো তোমারই মতো
জীবনের কোলাহলে সিঁদুরে বদলেছে মুখ...


সর্দি হলেই তুমি জ্বরের ছবিতে আমাকেই দেখছো,
আমিও রোজ ভোরে তোমাকেই দেখি, শৃঙ্গারে।
ব্যস্ ঐ পর্যন্তই। তারপর দীর্ঘশ্বাস...


আবার ঘুমাই কম্বল বালিশের সোহাগে।


এটুকুই বুঝেছি বিয়ে যার সাথেই হোক, তুমি আমার।