হায়না শিকার টেনে নিলো। তাকিয়ে,
বার্ধক্য। ক্লান্তি। দলের দায়িত্বে অন্য পুরুষালী...
শুয়ে আছি। সূর্য ডুবছে। প্রদীপের মতোই দীপ্ত।
ক্লান্তিতে জল খেলাম। মনে হচ্ছে প্রদীপ জ্বলছে...
নদী আবহমান কাল—আলতা পায়ের মতো
সমুদ্রের পঞ্চচেতনায় মিশছে, আদীবাসীর বাদ্যে...


সূর্য ভাগ হয়ে আসছে, বালিতে। হরিণও পাঁচটা
কিছুই আর মনোসংযোগে নেই...
মরণের আগে কিছু প্রেয়সী চেটে দিয়ে গেলো।
শেষ হুংকারে বললাম--
আমি সিংহ।


আফ্রিকায় প্রদীপ কেবলই প্রতীক—
খাদ্য ও খাদকই আসল।


আমার দল এখন বাচ্চা হাতি শিকার করছে—
আর আমাকে খাচ্ছে শকুন, হায়না, বন্য কুকুর...