শঙ্খধ্বনি আর জীবনকথা মিশছে পুষ্করে।
পূর্ণ হচ্ছে পূণ্যবানের সীমারেখা, অচলায়তন...
আমার দেহে অসংখ্য আঘাত-রক্ত, নীলাভ
এ শরীর তো মানবজন্মের নয়, পোকাসম
গ্রাস করছে সবটুকু। ভেসেছি নাবিক ঘামে
রক্তের স্বাদে মিশছে কাঁকড়া ছোবোল
জল নেই, পানি কোথায়, ওয়াটার অব ইন্ডিয়া
কেবলই ম্যাজিক ধ্বনি। কেবলই মঙ্গল-মুক্তি
যাপন মৃত্যুকে নিয়ে বাঁচতে চাইছি। অজস্রক্ষণ


জানি মৃত্যুর পরে সবই হাস্যাস্পদ
জীবন বলে কিছু নেই, সবটুকুই মায়া
সত্য তো রজনীগন্ধার সুবাস, কিনে আনি মাঝেমধ্যে
ফ্রেম মালা চায় পর পুরুষের, পর নারীর


একদিন এসব না ভেবেই, তুমিও কাঁদবে মন...