আমাদের চাহিদাগুলো বদলে বদলে যায়।
ফিরে তাকাই।
নীলাকাশের চা বাগানে, শিব এসে দাঁড়ায়।
বৌদ্ধ কখনও শিব, কখনও মা কালী
এসব ভাবতে ভাবতেই
জন্ম নেয় বয়সফুল।


হাঁটুর ব্যথাটা বড্ড বেশি।
এবার কেবল বাঁচিয়ে রাখার লড়াই।
আশীর্বাদ ও লড়াই।


বোবা হয়ে দাঁড়িয়ে রয়েছে ধর্ম
বিশ্বকাপের মতোই।