তুমি সাধারণ বলেই
হেঁটে যাও ধান মাঠের শস্যগন্ধে
লেগেছে সোহাগ সুখ
জীবন্ত নিয়নের শহুরে বাজু বন্ধে।


ঠোঁটে কান্না, চোখে হাসি
সাধারণ বলেই ভালোবাসি।


চাহিদা ইমারতে ঘুম নেই জেনে
সাধারণ ভুলে অভিনেত্রীদের চেনে।
পায়ের আলতায় শিউলি আলাপণ
সাধারণের ওড়নায় শিখেছি যাপন।


আঁচল শীতে বসন্ত লেগে বইমেলা
জীবন বড্ড জীবন্ত, নেই যে খেলা।


ভালোবাসা লেগেছে অঙ্কহীন বয়সলেখা
ট্রেন চলে গেলেও প্রতি মুহূর্তে পাই দেখা।


জেগে ওঠা পাহাড়সূর্য, জানে ভয়হাসি
সাধারণ মন যে বড্ড আলোকপ্রত্যাশি।


অসাধারণ নয়, শপিং মল ভুলে স্পষ্টরেখা
সবটুকু তোমারই হবে, ফুচকা জলেই শেখা।
রবি ঠাকুরের ফুল মাখিয়ে দেবো আঁকার সময়
ভালোবাসা নয়, হাতে হাত দিয়ে আসল অভয়।


মানুষ ন্যাকামো ভাবুক, সাধারণের প্রেম
স্বার্থহীন প্রতিজ্ঞা, নয় এ কোনো গেম।