হতে পারিনি বলেই মুছে দিচ্ছি প্রকৃতির গাছপালা
সাজিয়েছি সভ্যতার ইঁট-কাঠ-আতিশয্য
আজ না হয় আলস্যকলমের প্রবাস, অন্তরীক্ষ
বুঝতে না পারা অক্ষরযুদ্ধের শেষেও তাকাই
ওরা প্রেম করে।
লেখনি প্রতিবাদের ইস্তেহারে ব্যর্থতা
টাকা ছাড়া সবটুকুই মায়া ভোর। চুপ কথা।
লুকিয়ে রাখছি প্রয়াসটুকু, ঋণ।
ঋণগ্রস্থ পৃথিবীর কাছে নামছি, অসহ্য যন্ত্রণায়...
লেখক নয়, প্রকৃতি হবো বলে।
কাপুরুষ থেকে কালপুুরুষ হওয়াই লক্ষ্য,
আরোগ্যনিকেতনে।


প্রকৃতির কাছেই সবচেয়ে বেশি ঋণ। সব থেকে।
মুছে দিচ্ছি ব্রান্ডিংয়ের সমস্ত লেখা, চিবুক-ঠোঁটে।