আবর্জনার স্তূপে দাঁড়িয়ে আছি এভারেস্টে
শেরপা ও চল্লিশ লাখ এখন শৃঙ্গজয়ের হাসি-কথা।
ভালোবাসাকেও কিনে নিচ্ছে তরল কথার গ্লাস
অজানা শৃঙ্গস্পর্শ করতে হলে মা হতে হয়, আয়ুস্পর্শে...
ব্যালেন্স করে স্টিলেটো হিলে হাঁটতে চেও না প্রিয়দর্শিনী
সবাইকে সুখী করার জন্য কবিতা জন্ম নয়,
না পাওয়ার তালিকাকেই ক্রেডিট ভেবে
না-কবিতা পড়েই বাড়িয়েছো শূন্য আত্ম-অভয়।


হিসেব শেষে ভাগশেষ রয়ে যায়,
ভাগাভাগি সময়ের দুই পিঠে আমি আর তুমি
রেখে গেলাম শব্দ বিন্যাসী রক্তবীজ
কী নাম দেবে তুমি, ভালোবাসার জন্মভূমি...


নামহীন যাপনের সুখ কবিতামুখী, জীবনের সুখ ক্ষণকাল মাত্র
তুমি বৃষ্টিকরবী খোঁজে গেলে, আমি তোমার আঁচলেরই ছাত্র...