অসুবিধা লেগে আছে শৈশবে স্থির
তিস্তার জলে আজও স্মৃতিদের ভিড়।


ব্যালেন্সের সার্কাসে ভেজা চুলে লেখা
তোমার হাসিতে ভুলে এ কবিতা শেখা।


চা বিস্কুটের মাঝে সাইকেলে রোজ
উড়েছে একলা পরী, না নিয়েই খোঁজ।


গজলডোবার দেশে পরিযায়ী বক
বৌদ্ধ মনেস্ট্রির মতো স্থিতিস্থাপক।


কাঠের হাতলে আজ প্রচ্ছন্ন জলঢাকা
উড়ন্ত চুলের নদী, অঙ্গে হাসি থাকা।


বহুকাল পরে ইকোপার্কে সংসারি মুখ
বৃষ্টিলেখা আজও আমি, গভীর অসুখ।