বৃষ্টিয়া বাঁশি কুহুতান তোলে রবি নাট্যের ঘুমে
সবুজ চুলে এলোমেলো মেঠো যাপনে একতারা
ভাঙামেঘের জমা জলে কাঁদিয়েছে ভিক্টোরিয়া।
প্রকৃতি আজও স্বপ্ন খুঁজে নেয় আসক্ত সম্পাদকীয়...


প্রতি বৃষ্টিয়া শিখিয়ে দেয় কতটা দূষিত শহর যাপন।


মৃত ফ্রেমের অভিমানেরা একগুচ্ছ রজনীগন্ধা কেন!
এসো ফেলে দেওয়া সম্পর্ক, উচ্ছেদ করি ঘৃণা, মানও...
চলো আকাদেমি বা নন্দন চত্বরে আলো খুঁজি মনসমুদ্রে
ট্রেনলাইন পেরিয়ে তবেই পৌঁছেছিলাম বাংলা গন্তব্যে


বৃষ্টিয়া পারলো না, প্রেম আমি তোমার কতটা আপন।


হাসিহীন ঋণ নিয়ে আবক্ষ হই সাক্ষাতের সুরে
বেঁচে থাকে কবিতারা সূর্যপাটের ইতিউতি দূরে...