মা, এখন তো মাসের শেষ
তোমার কাছে টাকা আছে।
বিশ্বকাপ তখন প্রবল বায়ু
সবচেয়ে প্রিয় আমার কাছে।
তখন তো গুগুল নেই আর
সবই ঐ টিভির চ্যানেল কটা,
নানারকম স্টিকার কিনেই
আলমারিতে লুকিয়ে সাটা।
ভেসে চলা কল্পনার মাঝে
লুকিয়ে থাকা যোদ্ধা মন,
বাঙাল মানেই ইস্ট বেঙ্গল
আর জার্মানরাই প্রিয়জন।
আমার কাছে উল্টো ছিল
স্কিল নির্ভর খেলাই সব,
আজও করি ব্রাজিল ঘিরে
ভালোবাসার অপরূপ স্তব।
ভেসে যাই, হারিয়ে যাই
জানি না কেন এমন করে,
যতদিন বাঁচব এ পৃথিবীতে
দেখব রাত জেগে সংসারে।


বিশ্বকাপে বাড়িয়ে তোলে জীবনের নানা স্তর
ক্রিকেট ফুটবলই তো কবিতা, সুখের সয়ম্বর।