অরণ্যকালে নেমে আসছে অন্ধকার, অবমাননা
অনশনরত চিতাও অপেক্ষার হরিণকে প্রেয়সী ভাবেনি।
অপেক্ষায় শুনানির নগ্ন ঘাঁ জন্মেছে সবুজ উপত্যকায়
বিপক্ষে দুই মুখোশ আর শরীর। নোংরা সমস্ত কারুকাজ...
এসো আমরা মিশে যাই নৈতিকতায়। আসন্ন সূর্যাস্তে।
গভীর ক্যান্সারের কবিতাকে বাতিল করেছে পেন,
সম্পাদক চা খেতে খেতে চেঁচিয়ে বলে ‘শ্রেষ্ঠ আমরা।’


দূর দ্বীপের জারোয়ার তীর-গুন-ছিলায় অনেকটা মনুষ্যত্ব
বন্য তো কলকাতার সাজানো ডাইনিং
সভ্যতা মেলে উপত্যকার সবুজে। কুর্নিশে। বাকি সব চোখে
কোশ জন্মাচ্ছে। ক্যান্সার কোশ। রিপু কোশ।


শঙ্খধ্বনিতে কেবলই মুক্তির গন্ধ, শঙ্খচিল মিশছে নীলকণ্ঠে।