প্যান্ডোরার বাক্সে কী ছিলো সক্কলেই জানে
শুধু তোমার মনের কষ্টরা যে কান্না নয়, মুক্তো
আজ তা বুঝলাম, তোমার ঠোঁটে শুয়ে, বাস্তবে।
পরাবাস্তবের স্মাইলি প্রেম, চুমু, লাভ পেরিয়ে—
তুমি যখন আমায় বিষাক্ত চোখে ভস্মীভূত করলে
আমিও নরম শীতের রোদ্দুরে খুঁজে পেলাম
হেরোডোটাস পাখি।


শুধু বলতে পারিনি কিছু, আসলে চাঁদ তো মৃত।
তবু দ্যাখো সকলে সে জমি দখল করতে চায়,
চাঁদের টান কম। তবু চাঁদ তো শান্তির আশ্রয়...