কাছাকাছি ছায়ারা কথা বলছে
একে অপরকে চেনে, দেখা হয়
কথা হয় না তেমন।
আসলে সবার নিজের নিজের চিন্তা
সালোকসংশ্লেষ
খাবার জমিয়ে রাখা
এসব কী কম কথার।


পূর্ণিমা দিন ছায়ারা তীব্র হয়
ভরা কোটালের উচ্ছ্বাসের মতোই
ভয় মিশ্রিত গল্প কথায়
জেগে ওঠে পদ্মা নদীর ইলিশ
ছায়া ভরা উৎসব।


মানুষের দল একেই বলে ভয়
মনের ভয়।