গভীর ঘুমে রেখে এসেছি স্বপ্ন, আস্তিনে
এখন আমার বিদায় কাজল চোখ,
প্রতিদিন ছন্দরা উড়ে গেলে শকুনদেশে
এ ভালোবাসা তোমারই হোক।


ছায়া হয়ে যাও প্লিজ চোখে, বড্ড রোদ এদিক, ওদিক, সেদিক
পাঠযোগ্য নয়, বলে দিয়েছে মনের মধ্যে বেঁচে ওঠা বাচিক...


মশাটা আবার কামড় দিচ্ছে ঠোঁটহাসি
শিল্পী কেবল আলোক প্রত্যাশি,
রক্তদূষণের কাদা মেঘে খুঁজে নেয় অদূরে
আজও চোখটা চুমুরই পিয়াসী।


রাগ করো না উপন্যাস, পরকিয়া মেপে রেখেছি পরের অধ্যায়
ভালোবাসতে শিখেছি, যখন ঘৃণা করেছিলে গরীবকে, স্পর্ধায়...