কত বাঙালি মারবে তোমরা, কত মানুষের রক্ত
হ্যালোইন আবার এখন খুব নিউ জেনদের ভক্ত।


মরছে মরুক বাংলা ভাষা, বাঙালি জাতির প্রাণ
এসো আমরা কবিতা লিখি, গেয়ে চলি জয়গান।


হল ভাড়া করে অনুষ্ঠান করি, জমিয়ে সম্মাননা
আমরা জানি না মানুষ বিবেক, নব জন্ম চেতনা।


এক বাঙালি বলেছিলেন—রক্ত দিলে স্বাধীনতা
বাকি বাঙালি বুঝেছে গো শিরদাঁড়াহীন নীরবতা...


কী আর হবে, মাস মাইনে পেয়ে গেছি, কালীপুজো
ভাইফোঁটা দেবে দিদি, বোন, মাংস ভাতটা খুঁজো,


বাংলা ভাষা বাঁচলো, মরলো, তাতে কী যায় আসে
সোনার দামটা কত, সেনসেক্স ফুল্টু এ ধনতেরাসে।


আমি বাপু আমার সংসার, আমার সন্তানে দুধেভাত
এভাবেই শেষ হবে বাঙালার বাঘের মতো জাত।


বাঙালি জন্মের গর্বগুলো বাঙালিরাই করছে নষ্ট
জীবন তো ফুলঝুড়ি, মানবতা শূন্য আক্রোশ স্পষ্ট...


রাজনীতির নামে তিনহাজার কোটি দিয়ে উদযাপন
এসো বাঙালি করি ময়দানে বাঙালির কঙ্কাল স্থাপন।