ট্রেন শব্দও থেমেছে ভোরের আজান সুরে
শীতপোশাকে শহরগ্রাম্য ভালোবাসা মুড়ে
তোমাকে চাইছে, প্রেমবিলাস।
ধনেপাতার গন্ধে সূর্যমুখী তেজ, ধানফুল
শরীর ঠোঁটে ওষুধ খাইয়ে দ্যায় আরোগ্যরজনী।


ভোর দেখার লোভে কত রাতস্বপ্ন
ক্লান্ত করে দিয়েছে ধর্ষিত জীবন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ—এ জীবন কিছুই দিতে চায়নি
সবটুকুই ছিনিয়ে নিয়েছি-পাশবিক অধিকারে।


তবু গণেশ-আল্লা-যীশুকে ডাকি
ডাকবই।
অমরত্ব নয়, আমি যেন ঘুমাতে পারি
ভালোবাসার কোলে।
চিরটিকাল, জাগরণে...