আমরা এখন গুহাবাসী।
মশার মতো হয়ে উঠছে মুখ।
মুখ লুকিয়ে ঐকিক নিয়মে
শিখে নিচ্ছি জটিল জীবন।


আশা করা যায়,
এক আকাশ নৈঃশব্দ
ঘ্রাণ স্থবিরতা পেরিয়ে
তলোয়ার ধরবে।


এই জন্য আমার নীরবতা ভেঙে
তুমি মোমবাতি সাজিয়েছো
এসো,
এসো চিতাশূন্যে।


আলোচনা হবে মৃত্যু নিয়ে।