এসবিআই অডিটোরিয়ামের সামনে দুটো গ্যাস বেলুন হাতে শিশুটি
করুণাময়ীর যীশু। মা হয়তো কাজ করে পরিষ্কারের।
মেনে না নিতে পারলেও নতুন বানানের যুগে সেল্ফি জোন, বড্ডপ্রেমী।


সেলুলার জেলের তালিকায় বাঙালি নামগুলি মনে করায়—
শক্তি আসলে বাঙালির অন্তরে। অন্তজ অভিসারিকার কৌশল।
আধ খাওয়া ডার্ক চকলেটে রক্তের কাশ্মীর লেগেছে, বহুযুগ
আমরা সবটুকু এড়িয়ে যাই, নিজের সাজ, টিপে ও অক্সিডাইজে...


তবু ভালোবাসার জন্যই চকলেট চাই। উপহার।


ঐ বেলুন হাতে শিশুটিকে চকলেট নয়, শিক্ষার ব্যবস্থা কর,
আমার ভারতবর্ষের শিক্ষা দরকার—মানুষ হওয়ার।