কষ্টের অন্তিমে পৌঁছালে ঘুম পায়
আত্মাজীবনের প্রতিবাদে লাভ-ক্ষতি
বড্ড ক্লিশে, অন্ধত্বের মতোই।


ক্ষতির উপর ক্ষতি, তার উপর আরও
মৃত্যুর খুলিরা খেলা করে, গাছ-গুড়িতে।
আমি ভালো আছি বলে সমাজ ও দেশ
ফুঁ।
দরকারে বিদেশে পালিয়ে যাবো, রাজার মতো...


এসব পেরিয়ে আসলে কষ্ট জন্মায়
‘আহা রে –
আগুনে ভস্মীভূত, ধর্ষিত নারীরাই…’


সময়টা বদলে যাচ্ছে – দ্রুত
এলিয়ানরা নেমে আসবে জোব্বা পরে
যেমন এসেছিলেন একদিন রবীন্দ্রনাথ।