মন থেকে ডাকার কিছু নেই।
চলে এসো রাস্তাপথে, ছায়া গাছ
শীতল জলের নৌকো বেহাগে।


চিত্র চরিত্র সমস্ত বদলে যাচ্ছে
জীবন্ত ছন্দের তালে। মন বিহনে।
তবু চলে এসো।


বারবার এক কথা বলতে চায় না সৌন্দর্য
আমরা বেঁচে থাকি এভাবেই, সবুজগ্রহে
নীল চাদরের অছিলায়।


অপেক্ষার পরেই তো দেখা হয়।
হঠাৎ দেখা।
তুমি তখন অন্য কারওর
তুমি তখন জীবন চেতনার


আমি ভেসে চলেছি
আমি কুয়াশা, দার্জিলিংয়ের ভিড় রাস্তায়।


ওদিকটা তেমন লোকজন নেই
ওদিকটা কাঙ্ঞনজঙ্ঘা দেখা যায় না


ওদিকে এভারেস্টের উচ্চতা ডাকছে
এসো চাঁদের সে পাহাড়ে।


মন থেকে ডাকার কিছু নেই।


মৃত্যুর পরে সকলেই পাহাড় হয়ে যায়...