অরণ্যের শুকনো কাব্যে নখটা উল্টে যেতেই
বুঝেছিলাম, তুমি আমার না।
কেবল সুফিয়ানার সমুদ্র গহ্বরে, নিরুদ্দীষ্ট...
এসো কোলাহল সবুজে বড় বিল্ডিং বাষট্টি গুণি,
শুয়ে থাকা বিছে আঁচল জানে
আড়ষ্ট এই হৈমন্তিকা সুরে, শ্যামা সংগীত জেগে।
কালী কতটা কালো, কতটা আলো চোখে
নিজের স্বামীকে দেখে লজ্জাকীর্ণ—পরিশেষ।
এ যুগে শক্তি তো সকলেই। নারী ও পুরুষ।


কতটা শক্তিশালী জানতে হলে চোখ রাখুন পর্দায়,
লোভ মাকড়শা আপনাকেই গিলছে, চ্যাটযুগে...