টুনি আলোতে ঘর সাজিয়ে দিয়েছি।
নিশ্চিন্তে ঘুমাতে যাবো।
নিশ্চিন্তেই বটে,
এখানে তো পিচ রাস্তার অবরোধ নেই।
ফ্যানের হাওয়া বদলেছে এসি-র আরামে।
আরও অনেক বছর ঘুমাতে পারলেই
দুধে ভাতে সন্তান সুখ ভোগ করবে।
এখন পাঁচশো থেকে সাড়ে সাতশো দিচ্ছে
তখন হয়তো দু হাজার দেবে।


এভাবে বেঁচে থাকবে তো বাঙালিরা!
নাকি বিলুপ্ত হয়ে যাবো ডাইনোসারের মতো
চটি সভ্যতায়।