শৈল্পিক মুখের আঁধারে শ্রী জেগে ওঠে শরীরচূড়ায়।
বিদগ্ধ শালীনতার সিড়ি শেষ হয় মূর্তি বিহনে।


অনেককাল যে শয্যাচিত্র, প্রস্তরদৃশ্য খাজুরাহোর ঘামকণায়
তা পেরিয়ে এলেই সকালের অগ্নিমূল্য সব্জি।
সোহাগআভা ভেসে যায় দিনান্তে।
বেহুলাহীন আমিও ভেসে চলি
বেহুলা এখন বনলতায় রূপান্তরিত সত্য।


ক্লান্ত হয়ে উঠছে আমাদের শহুরে বাতাস
বৈঠকী বাউল শেষে
ফিরব।


ফিরব সে আখড়ায়, যেখানে বাস করছে শান্তি,
আমার আকাশকুসুম স্তব্ধ সৌন্দর্য কাব্য।
কবিতার লেখার সাধ বহু জন্মের,
একবার সত্যি চুমুর আতপচালে ভড়িয়ে দাও
ফাঁকা থালা।
এবার রমণ ঋতুতে চাষ করব চুমু ধান।