কারখানা লেগে আছে কাজে-অকাজে।
এখন মুলোর ক্ষেত্রে সরষের ফুলে
জেগে আছে ঘ্রাণ রান্নার পাঁচফোড়ন।


আমি বেঁচে আছি,
আমি বেঁচে থাকি।


বাংলা বীজ বপন করছে কৃষক
সে তো কবিতা বা রাজনীতি
বুঝতে চায়নি।
এই কোমর্বিডিটির সভ্যতায়।


সে শুধু চাষ করতে চেয়ে
সোনা ধান, সবুজ ফসল
বিপ্লব হবেই একদিন
এই আশা নিয়েই আত্মহত্যা করবে
যে কবি
তার ভিত্তিপ্রস্থে ভোটের গন্ধ খুঁজে
বড়লোক হয়ে ওঠে নেতা।


কেউ কেউ তাকেই বলে ম্যানিফেস্টো,
আমি বলি খুঁড়োর কল।